এমনটা হঠাৎ করেই ঘটে গেলো
হেটে যাচ্ছিলাম
রোকেয়া হলের সামনে দিয়ে
হেয়ালি ভাবে
কারোর দিকে মন ছিলো না
আকস্মিক চোখ পড়ে গেলো
চোখের ওপর
নীলাম্বরী শাড়ী পরে
ধীরলয়ে এগিয়ে যাচ্ছিলে
তুমি
শাড়ীর আঁচল ঝিরঝির বাতাসে দুলছিলো
নিতম্বের ঢেউ
আর ছন্দময় হেটে যাবার দৃশ্য
আমাকে পাগল করে তুললো


একবার তুমি পেছন ফিরলে
আমার হৃদ স্পন্দন ক্রমশই বাড়তে
লাগলো
কোথায় যেনো যাচ্ছিলাম
ভুলে গেলাম সব
সম্বিত হারালাম
বাসায় ফিরে এসে দাঁড়ালে ই দেখি
তুমি দুয়ারে দাড়িয়ে
অবাক করলে তুমি আমাকে
অবাক করলে তুমি ঐ জুই ফুলটাকে
অবাক করলে বাগানের সব ফুলগুলোকে


ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ও
তোমাকে-ই দেখলাম
দিবানিশি তোমাকে দেখছি আর
স্বপ্নের আকাশে উড়তে উড়তে
হারিয়ে যাচ্ছি
কেমন যেনো হুলুস্থুল কান্ড


সবকিছু ওলট-পালট হয়ে যাচ্ছে আমার
স্রোতহীন নদীতে স্রোত বইতে শুরু করলো
আবার
আকাশে উড্ডীয়মান পাখিটি হঠাৎ করে
গাছের ডালে বসে
বিষন্ন বদনে তাকিয়ে রইলো
আমার দিকে


কাজ করছে না কিছুই মাথায়
কোনো চিন্তা-বুদ্ধি
সব কিছুতেই গোলমাল হয়ে যাচ্ছে
অনাকাঙ্খিত এলোমেলো অবস্থা


নক্ষত্রের দিকে তাকিয়ে শুধু তোমাকেই দেখি
পাহাড়ের ঝর্ণার স্বছ্ব জলে ভেসে ওঠে তোমার মুখ
বইয়ের পাতায় দেখি তুমি হাসছো
তাকিয়ে আছো আমার দিকে 
মান্না দে'র গান শুনতে গেলেই তোমার কন্ঠস্বর
বেজে ওঠে আমার কানে "সবাই তো সুখী হতে চায়....."


আকাশের শুকতারা-নক্ষত্র
সবাই আমার দিকে নির্বাক দৃষ্টিতে
তাকিয়ে থাকে
হাজারো প্রশ্ন ছুড়ে দেয় আমাকে
কি হয়েছে তোমার!
নিরুত্তর আমি


আমার আকাশ জুড়ে
এখন শুধু ই তুমি
আমার ভূবনে একমাত্র তুমিই
পাল্টে গ্যাছে আমার পৃথিবী
আমার আকাশ,আমার জগৎ
আমার ফুল বাগান


যেদিকে যাই
চোখের পলক পড়লেই
শুধু তোমাকেই দেখি
ঐতো তুমি হেটে যাচ্ছো হেলেদুলে
আমার হৃদ স্পন্দন বাড়িয়ে দিয়ে


সেদিনের পর থেকে
বদলে গ্যাছে আমার আকাশ
আমার ভূবন
বড্ড এলোমেলো হয়ে গ্যাছে
আমার সব কিছু
শুধু তোমার
নিতম্ব দুলিয়ে হেঁটে যাওয়া 
আর তোমার ঐ পটলচেরা চোখে
আমার এক পলক দৃষ্টি
বিনিময়ের কারণে


আর একবার পিছু ফিরে
তাকাও না হয়
আমার দিকে
শুধু একটিবার হোক না চোখাচোখি
পলক বিনিময়!