জীবনের ধারাপাত পাঠ বড্ড কঠিণ
অপাঠ্যই রয়ে গেলো পুরো ধারাপাতটাই
কালো সুই সুতা দিয়ে সেলাই করা হলোনা বুড়ীর
ছেঁড়া কাথা
সাগরের ঢেউ গোনা হলোনা আর নাবিকের
শিয়ালদহ স্টেশনের সান্ধ্যকালীন ছবি আঁকা হলোনা
শিল্পী সুলতান দ্যা ভিঞ্চির সুনিপুণ তুলির আঁচড়ে
হেটে যাওয়া ক্লান্ত পথিকের তৃষ্ণা মেটেনা
ফটিক জলে
অব্যক্ত বেদনা নিয়ে ভোঁদৌড় এ বালিকার বাড়ি
ফিরে যাওয়া 
দিনশেষে সন্ধ্যা নেমে আসে গভীর নীরবতায়
তবুও  জানা হলোনা শোনা হলোনা
বুঝা হলোনা
বাতাসে বাতাসে বেজে ওঠা রাতের কান্নাকে
বুঝা গেলোনা আর
জীবনের একপাতা ধারাপাত কে
অপাঠ্যই রয়ে গেলো পুরো ধারাপাতটাই
অধরাই রয়ে গেলো একেবারে পুরোটাই