বছর বছর মজা করি
কেক কাটি আর হল্লা করি
জন্মদিনের উৎসব করি
মনের সুখে গানও করি ।


ছেলে মেয়ে এমনি ক'রে
মা-বাবা ও সমান তালে
পালন করি সবাই মিলে
জন্মদিনের কেকটি গিলে।


গান গেয়ে যাই সুরে সুরে
এদিন যেনো আবার ফেরে
আবার মোরা গাইতে পেরে
সুখ যেনো পাই মনের কোণে।


জন্মদিনের উৎসব ক'রে
আনন্দে যাই সবাই ম'রে
ভাবি সবাই আবার হেনো
দিনটি ফিরে পাইগো যেনো।


হৈ হুল্লোড়ে দিন চলে যায়
আনন্দ ও হয় শেষ
সাথে যারা ছিল তাদের
দিন কেটে যায় বেশ।


কিন্তু মোরা দুঃখ করে
একটিবারও ভাবি নারে
বছরটি যে গেলো ঝরে
আরযে সেটা আসবে নারে।


জন্মদিন তো আনন্দের না
জন্মদিন তো দুঃখের
জন্মদিনে যায় যে বছর
কি করে হয় সুখের?


চলুন সবে জন্মদিনে
উৎসব বাদে অনুতাপে
দুঃখে শরীক হই, আর
দুঃখের কথা কই।