প্রেমের শতো জ্বালা
শতো কষ্ট
শতো বেদনা
গোলাপের কাঁটার সহস্র আঘাত
সবই সহ্য করতে পারি আমি
সইতে পারি সবি


আমি তো সুখ চাই না
আমাকে দুঃখ দাও
দুঃখ দিয়ে আমাকে ভরে দাও
কষ্ট কে করে দাও আমার
নিত্য সঙ্গী
দুঃখ,কষ্ট ও ব্যথায়
আমি যেনো ছটফট করতে থাকি


যতো রকমের কষ্ট আছে
এ পৃথিবীতে
তারচেয়ে ও বেশী কষ্ট চাই আমি
তোমার থেকে
কষ্ট পেতে পেতে আমি
কষ্টের সাগর হবো
দুখের সাগর হবো
ভেসে যাবো সাগরে
সমুদ্রে
ভেসে যাবো স্রোতের সাথে
ঢেউয়ের সাথে
মিশবো যেয়ে নদী আর সাগরের
মিলিত কষ্টের মোহনাতে


গোলাপের কাটার আঘাতে
জর্জরিত হবো আমি
তবুও ফুল তোলার কষ্ট
সয়ে নেবো আমি


ধাতস্থ করেছি আমি
পৃথিবীর সব কষ্ট
বলে দিলাম তোমায় আজ স্পষ্ট


আমি চাই
পৃথিবীর সব কষ্ট এসে
আমাকে অক্টোপাসের মতো
আঁকড়ে ধরুক
ঘিরে ধরুক আমাকে একেবারে
করুক সুখের তান সকলে মিলে
সব কষ্টেরা
আমাকে নিয়ে
তারা বিদ্রুপ করুক আমাকে
পাথর ছুড়ে মারুক
প্রেমিক প্রেমিক বলে
তুচ্ছ-তাচ্ছিল্য করুক আমাকে
কিছু-ই বলবো না আমি
ভাববো না কিছু-ই এসব নিয়ে


তুমি শুধু কথা দাও
হবে শুধু-ই আমার
থাকবে পাশে সারাজীবন আমার
যাবে না কখনো
আমাকে ফেলে একা
কোনোদিন ও আমাকে ছেড়ে


তুমি কথা দিলে
আমি
সুপারসনিক বিমানের গতিতে
ছুটে আসবো
তোমার কাছে
আকাশের তারার মালা হয়ে
জড়াবো তোমার গলে
সাঁতরে পার হবো বঙ্গোপসাগর


তুমি কথা দিলে
আমি পাহাড় ডিঙ্গাবো
নিমেষেই পৌঁছে যাবো
তোমার কাছে
তুমি কথা দিলে
আমি পাখি হবো
সেকেন্ডের মধ্যে-ই উড়ে আসবো
আমি তোমার কাছে


আমি চাই
শুধু তোমার কথা
তোমার মুখনিঃসৃত অমিয় বাণী
যার মধ্যে খুঁজে পাবো আমি
তোমাকে পাবার
শক্তিময় দৃঢ়তা
আস্থা আর বিশ্বাস
এসবি চাই আমি তোমার কাছে
আর কিছু-ই না
শুধু বিশ্বাস টুকু
শুধু আস্থা টুকু
এর বেশি
চাই না কিছু আর তোমার কাছে !