যুদ্ধ যুদ্ধ যুদ্ধ চারিদিকে শুধু আগুন আর আগুন
গোটা পৃথিবীই মেতে উঠেছে আজ যুদ্ধে
মাঠে ময়দানে চায়ের কাপে শুধুই নগ্ন যুদ্ধ আর
তুফানের ঢেউ
শুধু যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ
হাহাকার আর হতাশা গ্রাস করছে মানবতাবাদী
মানবগোষ্ঠীকে এ পৃথিবীর


শিশুর ভয়ার্ত চিৎকার আকাশে উড্ডীয়মান বোমারু
বিমানের বোমা নিক্ষেপের চেয়ে ও ভয়ংকর আজ
ভুতুড়ে ও আজগুবি চিন্তায় কক্ষপথ হারিয়েছে তার
স্বকীয়তা ও গতিপথ
নিজ বাড়ি ঘর ছেড়ে প্রাণ বাঁচানো মানবের আজ
এলোমেলো দৌড় চারপাশে কান্নার রোল
দৌড়ে পালিয়ে যাওয়া বৃদ্ধ বৃদ্ধার হোঁচট খেয়ে  মাটিতে
পড়ে যাওয়ার দৃশ্য

স্থলপথে বিমানপথে সামুদ্রিক পথে আকস্মিক আক্রমণে
দিশেহারা অসহায় সব মানুষ
শুধু চাওয়া আর চাওয়া মানুষের শুধু চাই
নেতৃত্ব চাই কর্তৃত্ব চাই খবরদারি চাই
অর্থ চাই টাকা চাই ক্ষমতা চাই সাম্রাজ্য চাই শাসন
চাই
একটু ও কম হলে চলবে না আর ও চাই কখনো না
ফুরানো ক্ষমতা চাই


পরাশক্তি হতে চাই তার জন্য যুদ্ধ ও চাই মানুষ মরুক
তাতে কি
বালিকার করুণ আর্তনাদ শুনতে ওকুন্ঠিত নই
গর্ভবতী মহিলা নারী জননী বোনের অসহায়ত্ব
দেখতে চাই
যুদ্ধের দামামা বেজে উঠুক চারদিকে ধোঁয়ার কুন্ডলীতে
ছেয়ে যাক আকাশ


গোটা বিশ্ব ছাই হোক ভস্ম হোক তাতে কি
বিশ্ব নেতৃত্ব ও ক্ষমতা চাই আমি
দেখুক বিশ্ব দেখুক জগৎ চশমার চোখে তাকিয়ে
মরুক মানুষ পাখির মতো নির্বিচারে
তাতে কি আমার শক্তি চাই নির্বিঘ্নতা চাই এ বিশ্ব
নেতৃত্বের


গোটা বিশ্ব আজ ক্লান্ত
মানবের অযাচিত অশোভন আচরণ পদচারণা অন্যায়
অবিচার সইতে পারছে না এ পৃথিবী আর
তারপর ও তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠুক


মিয়ানমারের সামরিক জান্তার নির্বিচার গণহত্যা
পালিয়েছে রোহিঙ্গারা
আজ আমাদের প্রিয় মাতৃভূমি কে ক্লান্ত করে ফেলেছে
তারা কাবু করে ফেলেছে একেবারে
কোথায় যাবো আমরা!


সবল কি দূর্বল কে এভাবে খুবলে খুবলে খাবে
চিরকাল
অনন্তকাল ধরে চলবে কি সবলের অত্যাচার
এ অমানিশার ঘোর কি কাটবে না কখনো
সভ্যতা কি অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে যাবে
কোথায় সুস্থ মস্তিষ্ক কোথায় স্বার্থহীন নেতৃত্ব
কোথায় মানবতার কর্ণধার
কথা বলো এগিয়ে এসো সমঝোতার টেবিলে


মানবতার মৃত্যু আর ধ্বংস স্তুপের সামনে নিশ্চুপ
দাঁড়িয়ে থাকা আর নয়
এগিয়ে এসো বিশ্ব নেতৃত্ব এগিয়ে এসো সোচ্চার কন্ঠে
বাঁচাও মানুষ বাঁচাও মানবতা কোলে তুলে নাও
সদ্যোজাত ভয়ার্ত শিশুকে
আর নয় যুদ্ধ আর নয় শিশুর কান্না আর নয় গর্ভবতী
নারীর নীরব অসহায়ত্ব দর্শন


এবার ক্ষান্ত দাও ক্ষমা করো দূর্বল কে হে শক্তিধর
পরাক্রমশালী ক্ষমতাশালী রাষ্ট্র
এবার একটু বিশ্রাম নাও মানবতার পাশে দাঁড়াও
শান্তিতে
বাঁচতে দাও এ পৃথিবী কে
ঘুমাতে দাও এ পৃথিবী কে ও তার মানুষ কে
আর নয় যুদ্ধ