তোমাকে ছাড়া সবকিছুই কেমন যেন শূন্য শূন্য মনে হয়
দু'চারটে দোয়ল আর শালিক পাখি ছাড়া
আমার পাশে আজ আর কেউ নেই
তাদের নিয়েই আজ আমার সংসার
আধার খাবার দিয়ে আটকে রাখি সারাদিন
আমার আস্তানায়
সন্ধ্যা নেমে এলে উড়ে যায় তারা যার যার ঠিকানায়
দিন কাটেতো রাত কাটেনা ভোর দরোজায় ধাক্কা মারে হঠাৎ ক'রেই
আবার যন্ত্রণার ঘেরাটোপে আটকে যাই আমি
সময় কি আর এভাবে যায়
কার যেন অস্তিত্ব আমাকে ঠুকরে ছিঁড়ে খায়
ভাবি এ জীবনে আমার তোমাকে ছাড়া
বাঁচা ভীষণ দায়
সম্বিৎ ফিরে পাই অবশেষে
ভাবি তুমি ছাড়া এ জীবনে কে আছে আমার
সত্যিই তাই
এ অভাগার জীবনে কে আছে আমার