কষ্টের খবর কেউ রাখেনা কেউ রাখেনা
আমার খবর কেউ রাখেনা এ ধরাতে
কষ্টেরা সব বুকের খাঁচা ভেঙে দিয়ে
চায় যেতে চায় বেরিয়ে যেতে কিন্তু তারা
প্রবল বাঁধার মুখে পড়ে ব্যর্থ হয়ে ফিরে আসে


আমার কষ্ট দুখের কথা কাকে শুধাই
কোথায় যাবো বলবো কাকে খুঁজে না পাই
মনের ব্যথা দুঃখ কথা মনেই রইলো
দুখ্ সাগরে ডুবে আছি আজ যে আমি শুধুই একা
কষ্ট নিয়েই বেঁচে আছি আমি একা
আর যে কারো পাইনা দেখা
লোকগুলো সব যায় চলে যায়
কাছে এসে দেয় না দেখা


কষ্টের খবর কেউ রাখেনা কেউ রাখে না
মন যে আমার বিষাদ মাখা
টিয়া পাখি ময়না পাখি সারস পাখি
কেউ রাখে না আমার খবর


চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র
বৃষ্টির জল আর নদীর জল ও কেউ রাখেনা
কষ্টের খবর
না কেউ রাখে না আমার খবর
রাখেনা কেউ খবর আমার কষ্ট ক'রে


নীলা শুধু রাখতো খবর অনেক আমার
সেই নীলা তো হারিয়ে গেছে অনেক আগে
ফিরবে না আর আমার কাছে আর কখনো
কেমন ক'রে থাকবো বেঁচে খুলে বলো?
আর না হলে অচীন দেশে একলা আমি হেটেই যাবো


আর একজনা ছিলো আমার সেযে আমার
নিজেরই মা
সে ও ছেড়ে গেলো চলে এখন আমি কোথায় যাবো?
মা যে আমার নিতো খবর সকাল বিকেল
ব্যথাভরা মুখ দর্শনে ভাঙ্গতো শেকল


এখন খবর কেউ রাখে না কেউ রাখেনা আমার খবর
কষ্টে আমার বুক ভেসে যায় বুক ভেঙ্গে যায়
নাইরে দেখার আর যে কেহ
কষ্ট আমার বেরোয় নারে বুকেই থাকে
কষ্ট আমার কষ্ট হ'য়ে আমায় কাঁদায়
কষ্ট আমার বাসা বেঁধে আছে আমার বুকের খাঁচায়