বড়ো গাছ নড়ে কম
যতো ঝড় আসুক
বৃষ্টিতে চারিদিক
যতো তার ভাসুক।


বড়ো মাছের কাটা কম
খেতে ভারী মজা
ছোটো মাছে কাটা বেশী
বিঁধে মুখে সোজা।


জ্ঞানী লোকের কথা কম
চুপ করে রয়
প্রয়োজনে খোলে মুখ
কিছু কথা কয়।


সৎ লোকের সংখ্যা কম
সোজা কথা কয়
ধারে না তো কারো ধার
ভয় নাহি পায়।


গুণী লোকের কদর কম
ভাবে না তো গুণী
পেলো কি না কদর আর
বলে কিবা শুনি।


মরা নদীর পানি কম
কথা সত্যি হয়
এক সময় ছিলো তট
ভরা যমুনায়।


রাগী লোকের ধৈর্য কম
মিথ্যা কভু নয়
তবুও হৃদয়ে তার
মায়া বেশী হয়।


সুস্থ লোকে খায় কম
কম খায় বলে
রোগ বালাই তার থেকে
পালাই পালাই বলে।


মূর্খ লোকের আক্কেল কম
বোঝে না সে কিছু
ভান করে বোঝে সবই
ছাড়ে না সে পিছু।


নিষ্ঠুর লোকের মায়া কম
মায়া নাই তার
তার কাছে খেলে ধরা
নিস্তার নাই আর।


শিশুদের হিংসা কম
সরল মনে চলে
সারাদিন খেলে আর
হেসে কথা বলে।


সৎ লোকের বন্ধু কম
সততা ই বল
বন্ধু নিয়ে ভাবে না সে
একাই সবল।


নিঃশ্বাসের বিশ্বাস কম
এই আছে নেই
তবুও আসলে যম
আশা ছাড়তে নেই।


বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ


প্রকাশকাল
সময়ঃ১১-০৬মিঃ
তারিখঃ০২-০৭-২০২০ ইং