কবিতা! সেতো হৃদয়ের গভীরতম উষ্ণতার জল
সেতো ফেলে আসা অতীতের গৌরবময় ইতিহাস
সেতো পাহাড় হতে নেমে আসা ক্লান্ত ঝরণার নদীর
সাথে মিশে যাওয়া
কবিতা তো মধ্যাহ্নের হলুদ ঘুঘু ডাকা দুপুর
প্রেম পিয়াসু রাখালের বাশীর করুণ রাগিণী


সে তো গাছ-পালা প্রকৃতি,মাঠের ধান গোলায় তোলা
কৃষাণীর হাড়ী,পাতিল,রান্নাঘর,পুকুরের জল, শান
বাঁধানো ঘাট,গাছের ডালে বসে পাখীর ঠিকানাহীন
গম্তব্যে ছুটে যাবার কল্পনা  
সে তো নিতান্তই মেঘলা আকাশ
বলাকার সীমাহীন ঠিকানায় উড়ে যাওয়া


এক ঝাক হাঁসের সাতরে খাল পার হবার প্রতিযোগিতা
ছেড়ে যাওয়া গাড়ীর গতির আকষ্মিক থেমে যাওয়া
আঁচল উড়িয়ে
ধীরলয়ে প্রেমিকার দৌড়ে গিয়ে প্রেমিককে আলিঙ্গন


সেতো কৃষকের লাঙ্গল কাঁধে হালের বলদ নিয়ে প্রত্যুষে
মাঠে ছুটে যাওয়া
গৃহিনীর ভোরের কলতলে বসে এটো বাসন ও থালা বাটি
ধোওয়া
সে তো ক্ষুধার্ত মাছরাঙ্গার মাছ শিকারের তীক্ষ্ণ দৃষ্টি
সে তো ক্ষুধার্তের কান্না,শিশুর আর্ত চিৎকার


কবিতা তো হৃদয়ের ব্যাথা-বেদনা,ক্রন্দন ও বিষন্নতা
সে তো শুধু কবির,একান্তই কবির এবং তার কলমের
আর কারো নয়,শুধুই তার কলমের!