গল্প উপন্যাস প্রবন্ধ ভ্রমণ সাহিত্য ছড়া কবিতা ও কবিতা
কবিরাই স্বাচ্ছন্দ্যে রচনা করেন কাগজের পাতায়
অনেক কবিই রচনা করেন দেশ সমাজ আর জাতির জন্য
কাব্যশৈলীতে সুবিন্যস্ত হয় শব্দের সমারোহ
আনন্দের আতিশয্যে অনিন্দ্য সুন্দর কবিতা সৃজন করেন কবিগণ
সৃষ্টিতে আনন্দ এ বিশ্বাসেই পুলকিত হয় কবির মন
কেটে যায় বইয়ের পাতার সতেজ গন্ধে হাজার বছর
আকুল হয় প্রাণ কবির কলম চলে সমান তালে
ক্লান্তি যদি না তাকে কখনো পিছু ফেলে
কবিতার স্বাদ যারা বোঝে কবিতা কি শুধু তাদের জন্য?
কিন্তু বলুন তো
শতো শতো বিখ্যাত কবির কবিতা থাকা সত্বেও
কবিতার পাঠক এতো কম কেনো?
কেনো সব মানুষের কবিতার প্রতি আগ্রহ এতো কম?
কেনো বিক্রি হয় কবিতার বই নামমাত্র?
আর কেনোইবা এতোবেশী হুমড়ি খেয়ে পড়ে অন্যসব রচনার প্রতি
অন্তত হাজার গুণের চেয়ে হলেেও কবিতার চেয়ে বেশি
কেনো?