ওরে তোরা কই? কই রে তোরা কই?
আকাশে ঐ চাঁদ উঠেছে মারছে উঁকি ওই।
এতো খুশী রাখবো কোথায়? আয়না ছুটে আয়
কাল আমাদের ঈদ আনন্দ ভাসবো সাগর ময়।


পাড়ার সকল ছেলেমেয়ে জলদি করে আয়
করোনা'র এ ঈদে সবার করবো হৃদয় জয়।
গরীব দুঃখী নিঃস্ব জনের বাড়ি বাড়ি যাবো
যারা আছে অভুক্ত আজ তাদের খাবার দেবো।


আয় না আমরা হিসেব করি কোন্ বাড়ি কে যাবো
কাদের বাড়ি লোক বুঝে সব কতো খাবার দেবো।
অল্প কিছু পোশাক দেবো গরীব দুঃখী দেখে
পোশাক পেয়ে আনন্দেতে ভাসবে তারা সুখে।


তাদের মুখে ফুটবে হাসি দেখবো আমরা চেয়ে
মাঝি যাবে নৌকা বেয়ে আনন্দে গান গেয়ে।
ফিরনি পোলাও কোরমা নিয়ে যাবো ওদের বাড়ি
খাবে ওরা দেখবো চেয়ে দেবো যদ্দুর পারি।


পণ করি আজ এমনি করে আসুন সকল ভাই
ঈদের দিনে গরীব দুঃখীর পাশে দাড়ান তাই।
করোনা'র এ ক্রান্তিকালেও করবো আমরা ঈদ
গরীব দুঃখী সবাই মিলে গাইবো সুখের গীত।


করোনা তো শিক্ষা দিলো সব মানুষ-ই এক্
নাই ভেদাভেদ কারো মাঝে দ্যাখরে বিশ্ব দ্যাখ্।
সবার কানে পরিয়ে দিলো একই রকম দুল
তারপরে ও ভাঙবে না যে মানবজাতির ভুল।


আসুন সবাই যাই ভুলে যাই পরি সাম্যের ফুল
কেবা গরীব কেবা ধনী ভাঙ্গুক সকল ভুল।
আসুন সবাই দোয়া করি করোনা'র মহামারী
দূর হয়ে যাক চিরতরে মানব দেহ ছাড়ি।


রাখতে হবে মনে সবার মাস্ক ছাড়া কেউ
চলে যদি ঘাটে পথে উঠবে মরন ঢেউ।
মানতে হবে স্বাস্থ্য বিধি মনে রাখুন ভাই
এরি মাঝেই ঈদের মজা লুটতে আমরা চাই।