জীবন তো নয় পুষ্পশয্যা জীবন কষ্টের ফুল
কষ্টকে তাই মেনে নিলে হয় না কোনো ভুল।
দুঃখ সুখের জীবন মোদের মানতে হবে সবার
দুঃখের পরেই সুখ আসে বুঝতে হবে আবার।


দুঃখের পরে সুখ যেমন আঁধার পরে আলো
মেঘের পরে সূর্য তেমন জগৎ করে আলো।
রাতের পরে দিন আসে দিনের পরে রাত
দুঃখের পরে সুখ আসে সুখেই বাজিমাত।


সুখের দেখা পেতে হলে দুঃখকে জয় করো
দুঃখকে জয় ক'রে তবে সুখের মালা পরো।
ভয় কোরো না কষ্টকে কেউ যোদ্ধা তুমি হও  
যুদ্ধ ক'রে সুখ ছিনিয়ে বীর সেনানী হও।