তোমার স্বপ্নে দিবানিশি
বিভোর থাকি সদাই আমি
অথচ কোন্ চিন্তা থেকে
আমায় দায়ী করো তুমি।


একটু ও কি দেখো ভেবে?
কেমনে থাকি কোথায় আমি?
ভাবতে যদি একটু খানি
দায়ী আমায় করতে তুমি?


তোমার জগত আমার জগত
একটা জগত হৃদেই দেখি
নদী কেটে তবে কেনো
দুভাগ ক'রে দিচ্ছো ফাঁকি।


সাতার কাটবো এক নদীতে
ছলাৎ ছলাৎ শব্দে জুটি
ভেসে যাবো প্রেম সাগরে
মন দু'টি হয় একটা যদি।


বাইবো নৌকা স্রোতের টানে
নৌকা যেথায় নেয়গো টেনে
প্রেম নদীতে থাকবো দু'জন
ডুববো দু'জন প্রেমের বাণে।


কথায় কথায় পর হয়ে যাও
প্রশ্ন কি হয় না মনে?
কি দোষ ব্যটা করছে আহা
ভেবে দেখি আপন মনে।


নিজের থেকে মান করে যাও
একটু কথা কওনা ডেকে
বাস্তবতা ভুলে গেলে
আজেবাজে ভাববে লোকে?


কষ্ট যদি থাকে ও মনে
একটু না হয় অভিনয় করো
দেখবে সুরের তাল উঠেছে
হদয় মম তোমার ভরো।