সবচে কষ্টের
দুঃখময় বিষাদময় কঠিনতম সময়ও জীবনের অংশ
এভাবেই অতিবাহিত হয় মানবজীবন
কিন্তু কেউ কি বলতে পারে সেই কঠিন সময় কোনটি?
ব্যপারটা কি খুব সহজ নাকি খুব কঠিন!
একেবারেই বেশ ভাবনা চিন্তার বিষয়
ভাবতে ভাবতেই চিন্তার অবসান ঘটে যায় কখনো ।
সময়টা খুব কঠিন
তবে প্রতিটি মানুষকেই সেই কঠিন মুহূর্তের স্বাদ গ্রহণ করতে হয়।
কিন্তু কেউ ই বলতে পারেনা
পারেনা কেউ বলতে এতটুকুও
সেই কঠিন মুহূর্তটা কি টক ঝাল মিষ্টি আমড়া তেঁতুল নাকি কচুরলতি
নাকি ঝাউফল
বিশেষ মুহূর্তে বিশেষ ভাবে অনুভব করে মানব হৃদয়
অনুভব করে তার জীবনের কঠিনতম স্বাদ
কিন্তু বলতে পারে না মানুষ
পারে না কেউ বলতে এতটুকুও
এরই মাঝেই সাঙ্গ হয় চকচকে মানব জীবনের
সব হোলিখেলা
এগিয়ে যায় তরণী অজানার পথে
নীরব নিস্তব্ধতার সাথে একাত্ম হয়ে
নিষ্পলক তাকিয়ে রয়
শুধুই তাকিয়ে রয় আকাশ জুড়ে
একদিন ভেঙে পড়ে কিওক্রাডাং পাহাড়
শবের মতো নীরব হয়ে পড়ে সমুদ্রের আছড়ে পড়া ঢেউ
শব শয্যায় তাকিয়ে থাকে মানবেরা কেউ কেউ
শুধুই তাকিয়ে রয় মানবের আঁখিদ্বয়
কিছুই থাকে না আর
থাকে না তার বলার কিছু জনমের তরে
সাঙ্গ হয় এলোমেলো দৌড় ঝাপ জীবনের
প্রমাণ হয় মানব জীবনের মিছে সব কিছু !