একটা মেয়ে একটা ছেলে স্বপ্নে বিভোর হয়
ভালোবাসা তাদের যেনো জনম জনম রয়।
স্বপ্ন দেখে বাঁধবে তারা সুখের একটা ঘর
হঠাৎ করে দেখে তারা দুঃখের বালুচর।


হায়রে জীবন কেনো এমন বুঝতে নাহি পারে
ভুলের দেয়াল তুলে শেষে দুদিক ছিটে পড়ে।
ছেলে মেয়ে এমন আছে কষ্ট পাবার পর
ঘর বাঁধে না জীবনে তার ঘর বাঁধে না আর।


একলা হয়ে একলা জীবন কাটায় জনম ভর
কষ্ট নিয়ে গলায় পরে বিষাদ মালার হার।
কম বয়সের জন্য তাদের আবেগ থাকে বেশি
সিদ্ধান্ত নেয় ত্বরা ক'রে আবেগ ভালোবাসি।


কষ্ট পেয়ে বিয়ে তারা করতে নাহি চায়
নাবোধক এ সিদ্ধান্তেই জীবন চলে যায়।
বিয়ে তখন তাদের কাছে নাহি লাগে ভালো
বিয়ে ছাড়া জীবন তখন হয়যে এলোমেলো।


জীবন শেষে বুঝতে পারে ভুল করেছে ভুল
ভুলের মাশুল দিতে শেষে ছেড়ে মাথার চুল।
আবেগ কোনো ভিত্তি নহে যুক্তি খাড়া করো
যুক্তির কাছে মাথা তোমার একটু নতো করো।


সিদ্ধান্ত নেও ভেবে চিন্তে তাড়াহুড়ো নয়
তাড়াহুড়ো করলে তোমার হবেই পরাজয়।
বিয়ে তুমি করলে না যে ক্ষতি কাহার হবে?
শেষ বয়সে কেবা তোমার কষ্টের কথা কবে?


বাংলা= ৪ঠা আষাঢ় ১৪২৯
বার= শনিবার
ইংরেজী=১৮-০৬--২০২২
সময়ঃ=১৮-৩৭ মিঃ
স্থানঃ টাঙ্গাইল