বুকে আমার পাথর ঝরে
                      সাগর টলোমলো
সাগর ছেড়ে কোথায় যাবো?
                      লক্ষী তুমি বলো।


সাগরে আজ ঝড় উঠেছে
                    হাল ছেড়োনা তুমি
তোমার সাথে সখ্য হবে
                  গড়বো জলের ভূমি।


তুমি আমায় ছেড়ে দিলে
                   মরবো ডুবে জলে
কাঁদবে তুমি সারাজীবন
                 শিউলি গাছের তলে।


জলের ছোঁয়া দাওনা একটু
                    সাগর সেঁচা মানিক
অন্তরেতে মেঘ করেছে
                  দাওনা দেখা ক্ষণিক।


সাতার কাটবো সাগর জলে
                     ছলাৎ ছলাৎ ক'রে
আলিঙ্গনে দোলবো দোহে
                     হৃদয় যাবে ভ'রে।


হয়তো আজি শূন্য হাতে
                     দাঁড়িয়ে তব দ্বারে
মাটির খোরা ভেঙে গেছে
                    বিদ্যুৎ এরই তারে।