মধুর চাকে থাকে মধু মৌমাছিরা খায়
খেতে খেতে মৌমাছিরা অচীনপুরে যায়।
মধু ছাড়া মধুর চাকে যায় কি মধু পোকা?
যায় যদি সে ভুলে ও সেথা পায় যে শুধু ধোকা।


শুধু কি এ মধুর পোকা মধুর চাকে থাকে ?
মানব নামের মধু পোকাও মানব চাকে থাকে ।
মানব চাকের মধু কিন্তু মিষ্টি ভারী হয়
মধুর চে ও মিষ্টি যে তা পন্ডিতেরা কয়।


সুযোগ পেলে চুষে খাবে মানব চাকের মধু
নিঃস্ব ক'রে ছাড়বে যেনো মরুভূমির ধু ধু
জীবন বাঁকে ঘুরতে গিয়ে মানব পোকা চেনো
মানবপোকা চুষবে মধু মানব চাকের জেনো।