হে বর্ষা তুমি বর্ষ তোমার ইচ্ছেমতো
যখন তোমার সময় হবে তখন যতো।
যখন তখন বর্ষনে কৈ নেই তো মানা
খালবিল সব ভরে দেবে এইতো জানা।


মাছগুলি সব উঠবে জেগে খাল পুকুরে
ষোড়ষীরা ধরবে সে মাছ ভর দুপুরে।
ধরুক তারা মাছগুলি সব বিনা জালে
একটা না হয় দিক না ছুড়ে ধুম্রজালে।  


বর্ষা তুমি ঝরো যদি বেশী করে
প্রেয়সী মোর আসবে কাছে কেমন করে?
আসার পরে ঝরো তুমি এমন করে
সে যেনো আর যেতে নারে ঝরার তোড়ে।


ঝরো এবার ঝরো তুমি মুষলধারে
প্রেয়সী মোর আজযে পাগল মাতাল ঝড়ে ।
মুষলধারে বৃষ্টি ঝ'রে ভাসিয়ে দিলো
তুমুল বর্ষণ মধুর রস সব কেড়ে নিলো।