প্রথম প্রথম যে মেয়েটির  
প্রথম প্রেম হয়
এ প্রেম যে মিষ্টি প্রেম
সর্বলোকে কয়।


এ প্রেম যে সেরা প্রেম
এ প্রেম সর্বনাশী
এ প্রেম যে নিত্য পোড়ায়
এ প্রেম সর্বগ্রাসী।


যে প্রেমিক পায় গো তাহার
প্রথম ভালোবাসা
সৌভাগ্যবান সে-ই শুধু
আর কারো নাই আশা।


এ প্রেম যে গোপন প্রেম
জানেনা তা কেউ
ঢেউ খেলে যায় অজান্তেই
পদ্মানদীর ঢেউ।


এ প্রেমে মিষ্টি ছিল
বৃষ্টি ছিল ঠিকই
মিষ্টি প্রেমের আগুণ যে আজ
পোড়ায় ধিকিধিকি।


এমনি করে সারা জীবন
পুড়তে থাকে সে
পোড়ায় পোড়ায় জীবন তাহার
ছাই করে শেষে।  


ছাই হলো যে মেয়েটির মন
জানলো না তো কেউ
কেউ যদি বা না-ই জানে  
জানে মনের ঢেউ।