বেশ কিছুদিন ধ'রে মনের শূন্যতা ঘিরে ধ'রেছে
ঠিক অক্টোপাসের মতো
কি য্যানো নেই কি য্যানো হারিয়ে গেছে
হারিয়ে যাচ্ছে সবকিছু একেবারে ই
ফুরফুরে মেজাজে একদিন যে ভোর
শুরু হ'য়েছিলো জীবনে আমার
চেয়ে দেখি চাদ্দিকে আজ সব বিষন্ন খামার
আলোকিত ঘর আজ ঘোর অন্ধকার অমানিশায়
জেঁকে বসেছে
কানের দুল নড়া বন্ধ হ'য়ে যাচ্ছে ধীরে ধীরে
পোশাক গুলো আড় নয়নে তাকিয়ে আছে
আর ক'টা দিন পরে বলবে ব্যথাতুর হৃদয়ের কথা
আমার জীবনে ও এরকম সময় ছিলো একদিন
আজ সবই ফিকে হ'য়ে যাচ্ছে
অনেক আগে থেকেই ছেলে বিদেশে
একমাত্র আনিকাই ছিলো আমার আনন্দ আলো
আজ বুঝি আমার সবই ফুরালো
রিডিং রুমটা করছে খা খা একাকী
ঠিক মরুভূমির মতো
বইয়ের সাথেও নেই আর মিতালী
ঠিক আগের মতো
এদিকে সানাই বাজিয়ে রেলগাড়ীর মতো
দ্রুত ছুটে চলেছে বরের গাড়ি
জীবনের সাগর তো অনেকই দিলাম পাড়ি
আমি তো মানুষ এরচে কতো আর পারি!