তুমি মেয়ে তোমার সংবেদনশীলতার মতো মূল্যবান
আর কি আছে এ পৃথিবীতে
ন্যায্যটা পাবার অধিকার কেড়ে নেবে কে আছে এমন?
দাওনা দেখা সাহসী রঙিন চশমায় জেগে ওঠো মন
খুব বেশী বড়ো দাবী তো তুমি করোনি কোনোদিন
তুমি যেটুকু চাও সেতো খুবই সামান্য পাওনা তোমার
তোমার চাওয়া পাওয়া সবই স্বাভাবিক সবই প্রাকৃতিক
নদীনালার মতো বৃক্ষ পত্রপল্লবের মতো
বোয়ালমাছের লম্বা আকৃতির মতো


তুমি তোমরা পৃথিবীর সকলেই পৃথিবীর সব মেয়েরা
আজ জেগে ওঠো
কেড়ে নাও ভালোবাসা প্রেম বিরহের রোমান্টিকতা
কেড়ে নাও কাঙ্ক্ষিত মানব হৃদয়ের ভালোবাসা
একটু একটু করে নয় পুরোপুরি ঘিরে ধরো গিলে ফেলো
ঠিক বোয়ালমাছের মতো তাকে
টেনে হিঁচড়ে নিয়ে যাও বসিয়ে দাও হৃদয়ের গভীরতম
ভালোবাসার অট্টালিকায়
হৃদয় উজাড় করে বিলিয়ে দাও তোমার ভালোবাসা
বিনিময়ে কেড়ে নাও সব প্রেমিক হৃদয়ে সঞ্চিত গভীরতম
ভালোবাসা
নুপুরের ঝংকার হ'য়ে সব মেয়ে উত্তাল ক'রে তোলো এই
পৃথিবীকে
তোমরা তো জানো
হৃদয়ের প্রতিটি ঝঙ্কারে রচিত হয় এক একটি কাব্য
ফুলের মতো সৌরভ নিয়ে এসেছো তুমি এ পৃথিবীর পরে
সুখের মুহূর্তে যেনো ভ্রমের মধু ঝরে
সেসব মুহূর্ত ছুঁয়ে যাক তোমাকে তোমার প্রেমিককে


সমুদ্র সম ভালোবাসা তুমি
এক আকাশ সুন্দর হাসি তোমার
ঠিক সদ্য প্রস্ফুটিত গোলাপের মতো
হাসি দিয়ে কিনে নাও তুমি পুরো পৃথিবীকে
যেনো মুক্তো ছড়িয়ে কিনে নিচ্ছো সুখ
সাগরে ডুব দিয়ে কুড়িয়ে নিচ্ছ সুখ
নিরাপদ আশ্বাস বিশ্বাস ও আস্থার জায়গা খুঁজে নাও তুমি
তোমার চোখে ডুবে আছে উচ্ছ্বাস উচ্ছলতার বনভূমি
চোখের বাঁধন তোমার কংক্রিটের চেয়েও অনেক বেশী
মজবুত শক্তিশালী
সে বাঁধন ছেড়ে পালাবে কে? কার আছে সাধ্য এমন?
মোহ মায়ায় লেপ্টে  আছো তুমি গোটা পৃথিবীর পরে
জয় ক'রে নিয়েছো সকল প্রেমিক সকল যুবক পুরুষ হৃদয়
পূর্ণাঙ্গ নারীর প্রতিমূর্তি প্রতিচ্ছবি ঠিক
তোমার জন্য গভীর আগ্রহের তরণী নিয়ে বসে আছে রঙ্গিন মাঝি ঠিক
এবার খুঁজে নাও তাকে একবার তাকাও চারিদিক