বুকের সীমান্ত কতোটা খুলে দিলে পাখি উড়ে যায়
সীমাহীন গন্তব্যে
তোমার মুখনিঃসৃত বাণী নিছক অমিয় মধুর বাণী
হ'য়ে ঢ'লে পড়ে অষ্টাদশী বালিকার মতো
অধীর আগ্রহে অপেক্ষায় থাকি প্রতিক্ষণ
এই বুঝি তুমি এলে
আমাকে ডাকছো কথা বলছো মিষ্টি হাসি বিলিয়ে দিচ্ছো অকাতরে
শুধুই আমার তরে
অজান্তেই বলছো আবার কি ছেলেমী শুরু করছো এই অবেলায়
তোমার কথায় মধু ঝরে পড়ে মৌচাকের ঠোঁট বেয়ে
শিহরিত ও আন্দোলিত হই আমি হরহামেশাই
মধুর পরে মধু ঝ'রে পড়ুক তোমার মিষ্টি ঠোঁটের আগায়