মরুক মানুষ ঘাটে পথে
                তাতে আমার কি?
আমি খাবো বিরিয়ানি পোলাও
                  পান্তা ভাতে ঘি।


মরুক মানুষ আগুনে পুড়ে
                  মরুক যথাতথা
ছাই ভস্ম হোকনা সবাই
                 এটাই সাফ কথা।


টাকার পাহাড় গড়বো আমি
              করবো বিশাল বাড়ি
বিএমডব্লিউ চড়বো আমি
              চড়বো শখের গাড়ি।


টাকার নেশায় ঘোর হয়েছি
                 টাকাই আমি চাই
টাকা ছাড়া আমার কাছে
                  মূল্য কিছুর নাই।


লাখ দশেক টাকা দিলে
                    তিনতলা বাড়ি
ক'রে দেবো দশতলা
                হবে না আর দেরী।


ছেলে পড়ে আমেরিকায়
              টাকার ভারী দরকার
টাকা ছাড়া চলে না যে
             আমার শখের সংসার।  


নকশা প্লান বুঝিনা আমি
                    শুধুই চাই টাকা
অনুমোদন ছাড়াই তুমি
                  করবে বাড়ি ঢাকা।


খোঁজ খবর নেবো না আর
                  পেলেই শুধু টাকা
ইচ্ছে মতো করবে বাড়ি
                  করবে তুমি একা।


পাশে আছি সকল সময়
                   ভয়ের কিছু নাই
পালিয়ে যাবে আইন কানুন
                   কথা দিচ্ছি তাই।