কেনো মানুষ পারেনা মৌমাছি হতে?
মৌমাছি কিবা খায় দিনে কিবা রাতে?
ময়লা আবর্জনা খায়না সে কভু
খেলে খায় সেরা জিনিস দ্যাখে চেয়ে প্রভু।


যখন সে দেয় কিছু ভালো কিছু দেয়
অকাতরে দান করে মানব সেবায়
ভালো কিছুর পরে বসা অভ্যাসই তার
ভাঙাচোরা করেনা যার সুযোগ অপার।


ছোটো একটা মৌমাছির গুণের বাহার
চেয়ে চেয়ে দেখে মানুষ শেখেবা কাি তার?
সৃষ্টির সেরা মানুষ কেনো বোঝে না ?
মৌমাছি পারে আহা মানুষ পারে না ।


মৌমাছি বলে ভাই এসো মোর দলে
খাবে সবে দুধ ভাত ঘিএর আকালে
ভালো কাজ ভালো কিছু করতে মানুষ
কেনো করে জোচ্চুরি কেনো হারায় হুশ?