মেয়ের জন্ম বাবার জন্য আরও মায়ের জন্য
তাদের সেবায় মেয়ের জীবন হয়যে আহাধন্য।
শৈশবেতে মায়ের কাছে কৈশোরেও তার
যৌবনে সে স্বামীর কাছে রইলোবা কি আর?  


একটুও তার নাইরে নিজের সবই স্বামীর জন্য
সংসারে তার দেবর-ননদ তার সেবাতেই ধন্য।
জন্মের পরে বাবা-মায়ের সেবাই তার কম্ম
বিয়ের পরে স্বামীর সেবা করাই তাহার ধম্ম।


নিজের বলে নাইরে কিছু নাইরে নারীর জন্য
বাপ-মা শেষে স্বামীর সেবায় জীবন যে তার ধন্য।
এমনি করে নারীর জীবন যায়রে চলে যায়
কাব্য করে কবিরা সব তাদের কথাই কয়।