নারীর কষ্ট নারীর বুকে ধরেই রাখে নারী
চাইলে কি তার কষ্ট আমরা দূর করতে পারি?
কষ্ট করে লেখাপড়া চালিয়ে যাও নারী
ফলযে তুমি পাবে তাহা ব'লে দিতে পারি।


আজকে কিছু না পেলে ও কালকে ঠিকই পাবে
এ ভরসায় লেখাপড়া চালিয়ে যেতে হবে।
শিক্ষাজীবন শেষে তোমরা চাকুরী যদি পাও
আগে পিছে না ভেবে তা অমনি লুফে নাও।


মান সম্মান বড় তোমার ভাবতে হবে আগে
মর্যাদা আর অস্তিত্বকে রাখো অগ্রভাগে।
শিক্ষা নিয়ে ঘরে বসে থাকার দিন আজ শেষ
চাকুরী করো স্বাধীন মতো থাকলে সংসার বেশ।


লেখাপড়া চাকুরী বাকরী  করো আপন মনে
সম্ভব হলে সংসার করো করো আপন ধ্যানে।
কারো কথায় গ'লে গিয়ে চাকুরী যদি ছাড়ো
নিজের কষ্ট বাড়বে তোমার বাড়বে হাজার বারো।


চাকুরী দেবে টাকা তোমায় মর্যাদা তার সাথে
কিনবে তুমি ইচ্ছে মতো হাত পাতবে না তাতে।
চাকুরী করলে অগাধ শান্তি থাকে নারীর মনে
দূর হয়ে যায় সব ঝামেলা সবাই তখন মানে।