গত কিছু দিন যাবত মেঘ বালিকারা
আমার পিছু নিয়েছে
এ পৃথিবী থেকে আমাকে,নিয়ে যেতে চায়,তাদের কাছে
নীল আকাশে বাড়ি করতে বলে আমাকে
বিশাল আকাশ জুড়ে বাড়ি হবে আমার
এ বাড়ি করতে ইট-কাঠ,সিমেন্ট-বালু, চুন-সুরকি,লাগবে না আমার
আর প্রতারিত হতে হবে না আমাকে, বিক্রেতাদের কারো কাছে


সুনীল আকাশের পেঁজা পেঁজা তুলোর মতো
মিষ্টি মিষ্টি মেঘ বালিকাদের কোমল সান্নিধ্যে
কাটিয়ে দেবো সেখানে,হাজার বছর
আমাদের এ পৃথিবীর কারো মতো মেঘ বালিকারা প্রতারক নয়


তারা তাজা গোলাপের পসরা সাজিয়ে,আমাকে আহ্বান জানায় সেখানে
সেখানে ফুলের সৌরভ আর সুনির্মল বায়ুর উদারতায়,ঋদ্ধ হবো আমি
মন-প্রাণ,সপে দেবো,মেঘ বালিকাদের একেবারে
তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হবো আমি
গভীর আন্তরিকতায় প্রেমের তরী বেয়ে যাবে তারা


তারাইতো আমার সুপ্রতিবেশী
প্রতারণা,জালিয়াতি ও হয়রানি জানেইনা তারা
তারা কখনো চিট করবে না আমার সাথে
পৃথিবীর এ সব নোংরামি কে ঘৃণা করে তারা


তারা অভয় দিয়ে বলে আমায়
এখানে চোরডাকাত,ছিনতাইকারী
সন্ত্রাসী,রাজনৈতিক দলের গুন্ডা-পান্ডার কোনো জায়গা নেই
নিঃশঙ্কোচে,নিশঙ্কচিত্তে,রাত-বিরাতে,ঘুরে বেড়াতে পারবে তুমি
আড়নয়নে তাকাবে না কেউ, তোমার নীলার হাত ধরে হেটে
যাবার দৃশ্য দেখে


এখানে অসভ্যতা নেই,নোংরামি নেই,সন্ত্রাস নেই,
এখানে ঘুষের দেন-দরবার নেই,নেই খুন-খারাবি
এখানে ফাইল নড়াতে অফিসে যেতে হয় না
বাম হাতের কারবার নেই এখানে


সভ্যতার ঘর আলোকিত করে
পুরো আকাশ জুড়ে দাপিয়ে বেড়ায় মেঘ বালিকারা
রাত জেগে পুরো আকাশ জুড়ে আনন্দের মহড়া দেয় তারা


তারা আর আমাকে এখানে থাকতে দিতে চায় না
আমাকে নিয়ে তারা আকাশের পবিত্র শুদ্ধতম জলে স্নান করাবে
এ পৃথিবীর সব কিছুকে খুবই ঘৃণা করে,অপছন্দ করে তারা


আমার আসবাবপত্র,মাল-জিনিস, সবি মেঘ বালিকারা
কাঁধে করে, আমাকে নিয়ে,নিমেষেই
পৌঁছে যাবে,আমার আকাশের ঠিকানায়
সেখানকার রোদ-বৃষ্টি, আলো-বাতাস,সবি নির্ভেজাল


সকল ঋতু-ই সমভাবে কাজ করে সেখানে
পিঠা-পুলি,পোলাও-বিরিয়ানি,সবি তৈরী করে মেঘ বালিকারা
প্রতি মাসেই আনন্দের মহড়া চলে মেঘ বালিকাদের বাড়ি
সুখ-শান্তি ও শান্তিময় ঘুমের ব্যঘাত নেই কোনো সেখানে


আমার আকাশ বাড়ির ছাঁদে, গোলাপসহ নানা জাতের
ফল-ফুলের বাগান,করে দেবে তারা
যার সৌরভে মন ভরে যাবে আমার
ভুলে যাবো আমি পৃথিবীর দুঃখ কষ্ট সব


মেঘ বালিকারা বলেছে কবি
আর দেরী নয়
তুমি কথা দিলে যেকোনো সময় উড়ে এসে
তোমাকে নিয়ে যাবো
নির্ভেজাল ভালবাসা ও প্রকৃতির মেঘ বৃষ্টির দেশে
যেখানে নেই কোনো পঙ্কিলতা, নেই শঠতা
আছে হাজারো সাদা মনের মেঘ বালিকার দল  
প্রিয় কবি যাবে তুমি?
অপেক্ষায় রইলাম!
----মেঘ বালিকার দল
৷৷৷  নীল আকাশ।।।