বাঁশের পাতার মতো চিকন সরু নাক পাখীর বাসার মতো
দুটি আঁখি
কাঁকের চক্ষু দিয়ে মেজে দেয়া মায়াবী চোখের কালো জল
কালো কুচকুচে জোড়া ভ্রু মেদহীন হালকা পাতলা মুখের
আকৃতি অবয়ব
নিতম্ব পর্যন্ত ছুয়ে যাওয়া ঘন কৃষ্ন কালো কোকড়া কোকড়া চুল
আজিযের মতো মেদহীন দীর্ঘকায় দেহ
দুধগুড় রঙ্গের নিপুণ হাতে কুমারের হাতে নির্মিত শাদা হাত
রিং পরিহিতো কচুর লতির মতো লম্বা লম্বা সরু আঙ্গুল
গায়ের মিষ্টি গন্ধ,কন্ঠের মাদকতা
এসবই তো ছিলো আমার নীলার


জার্মানী থেকে আনা একটা প্রিয় সুগন্ধী নীলার খুব প্রিয় ছিলো  
ব্যবহার করতো সে,তার চুলের গন্ধে আমি উন্মাদ হয়ে যেতাম
সে যখন ঘুমিয়ে থাকতো তার চুলে মায়াবী পরশে হাত বোলাতাম
চুপিসারে কাছে মাথা নিয়ে তার অজান্তেই চুলের মাঝে নাক গুজে
চুলের ঘ্রান নিতাম
তার সুগন্ধীর চে তার চুলের গন্ধ আমার কাছে পৃথিবীর সবচে প্রিয়
ছিলো
তার ঘুমের মাঝে চুপিচুপি চুলের মাঝে নাক ডুবিয়ে মন ভোলানো
গন্ধ নিতাম
বাহানা করে করে তার পিছে গিয়ে দাড়াতাম,শুধু চুলের গন্ধ শুকার
জন্য


আঁড়মোড়া হ'য়ে দু'হাত গুটিয়ে আদরমাখা মুখ নিয়ে নীলা ঘুমাতো
গুটিপায় গুটিপায় সন্তর্পনে কাছে গিয়ে পরানভরে তাকে দেখতাম
তার মায়াবী দুটি চোখ,মিষ্টিমাখা মুখ,লম্বা হাত,ডগা ডগা আঙ্গুল
ঘুমের আবহ,তার শুয়ে থাকার দৃশ্য ছিলো সবচে সুন্দর
তারচে সুন্দর এ পৃথিবীতে আর কিছুই নেই


সব কিছুই আমাকে যাদুর মতো,মাদকের মতো টানতো
আমাকে তখন সবচে সুখী মনে হতো
মনে হতো সে পৃথিবীর সেরা সুন্দরী,তার মতো সুন্দর আর কেউ
নেই
এরকম তো অনেক মেয়েকেই আমি শুয়ে থাকতে দেখেছি
কৈ এমন তো লাগেনি কখনো,প্রেম করলে ভালোবাসলে বোধ হয়
এমন হয়
নীলা ছিলো আমার ঘ্রাণ সুগন্ধী,আমার গোলাপ,গোলাপের পাপড়ী
জুঁই চামেলী আমার বেলী,আমার স্বপ্ন আমার সাধ
আমার আহ্লাদ আমার হৃদয়,আমার আদর আমার নীলাম্বরী শাড়ী  
আমার প্রেম আমার ভালোবাসা, সে আমার কবিতা
আমার কবিতার চে আরো বেশী কিছু, আমার জীবন আমার মরন  
নীলাই ছিলো আমার সব
আজ আমার নীলা হারিয়ে গেছে,নীলা নেই
আজ আমি নিস্ব রিক্ত,আজ আমার নীলা শুধুই বিষন্নতা হাহাকার
আর শূন্যতা!