তুমি আমার চোখের তারা
আছো মনের মাঝে
তোমার কথা সদাই ভাবি
সকাল সন্ধ্যা সাজে।


হাটতে গেলে তোমায় দেখি
বসতে গেলেও তুমি
দিনের বেলা তোমায় দেখি
রাতের বেলাও তুমি।


তুমি আমার সকাল বিকেল
তুমি আমার দুপুর
তুমি আমার সন্ধ্যা বেলার
পায়ে বাজা নুপুর।


তুমি আমার রাতের ধ্বনি
তুমি আমার আলো
জোছনা রাতের হাসি আমার
বাসি তোমায় ভালো।


তুমি আমার স্বপ্নের আধার
সোনার ই বাজপাখি
অন্তরেতে তোমায় আমি
ধ'রেই যেনো রাখি।


তোমার চুলে হাত রাখি আর
একটু ছুয়ে দেখি
তোমায় নিয়ে তাজমহলের
একটা ছবি আঁকি।


তোমায় নিয়ে স্বপ্ন ছিলো
বাধবো সুখের ঘর
অজানা এক ঝড়ে আমার
করলো সব চুরমার।


এ জীবনে আর কখনো
মিলবো না দু' জনে
দূরে থেকেই দু'জনাই
ভাসবো প্রেমের বাণে।


চুল পাকবে দাড়ি পাকবে
ঝুলবে দেহের চামড়া
ঝাপসা চোখে দেখবো চেয়ে
বাসবো ভালো আমরা।


লাঠি হাতে হাঁটবো দু'জন
গুটি গুটি পায়
বাস ট্রাক দেখবো আবার
ধাক্কা নাহি দেয়।


যেথায় থাকো ভালো থেকো
ওগো আমার নীলা
এমন কেনো হলো বলো?
কেমন খোদার লীলা?