আজো তোমার পছন্দের সেই লাল শাড়ীটা কিনি
সাথে আরো অনেক শাড়ী বিনি সুতোয় বুনি ।
শাড়ীতে আজ ঘরখানি মোর ভ'রে গেছে কতো  
সে সব দেখে ভাবী যে মোর ঠাট্টা করে শতো।


মুচকি হেসে বলে আমায় এতো শাড়ী কার ?
কেমন ক'রে বলি আমি এ শাড়ী নীলার ।
মস্কারাতে ভাবীর কোনো তুলনা যে নাই  
উঠলে মেতে ঠাট্টাতেসে লজ্জা ভারী পাই।  


হরেক রকম প্রশ্নে ভাবীর চুপ করে তাই থাকি
মনে মনে হাজার রকম নীলার ছবিই আঁকি।
দাও না মোরে একটা শাড়ী ভাবী হেসে কয়
নীলার শাড়ী পরবে নীলা আরতো কেহ নয়।

ভাবতে থাকি নীলার শাড়ী পাঠাই কেমন ক'রে
নাই ঠিকানা নাই যে বাড়ী থাকে হৃদয় পুরে।
হরেক রকম শাড়ী শুধু  পরবে আমার নীলা
শাড়ীর রুপে মরবে জ্বলে ননদী তার শীলা।


ঘরভরা সব শাড়ী আমার শুধুই নীলার জন্য
দিতে পারলে পাঠায় তারে হবো আমি ধন্য।
শাড়ীগুলি পার্সেল করে পাঠাবো তার কাছে
মন ঠিকানা ছাড়া কিছু নাইয়ে আমার কাছে।  


শাড়ীগুলি পেয়ে নীলা এমন খুশী হবে
খুশীর তরে হৃদয়যে তার খুশীর সাগর হবে।
শাড়ীগুলি পরে নীলা হাটবে যখন ওরে
টুনটুনীদের সকল নাঁচন আনবে হরন করে।