নীলা তোমার রক্তিম ঠোটের সাথে গাঢ় করে ঠোঁট
মিশালে
তোমার ঠোঁট আরো বেশী লাল হয়ে ওঠে
পুকুরের পদ্মফুলেরা তখন আমার দিকে চায়
মন কেপে ওঠে আমার বড্ড বেশী খারাপ লাগে


নীলা তোমার কাজল কালো চোখে এভাবে কাজল জড়ালে
কাকেরা তাদের চোখ দিয়ে আমার দিকে আড় নয়নে চায়
আমি মরে যাই, আমার ভীষণ খারাপ লাগে


নীলা তুমি ফুল বাগানে পায়চারিকালে ছন্দে ছন্দে ধীরলয়ে
হেটে গেলে
পাখীদের উড়াল দেবার মুহূর্ত নিমেষেই থেমে যায়
আমি থরথর করে কেঁপে উঠি, আমার খারাপ লাগে


নীলা তুমি ভরদুপরে আটোশাটো পোশাকে পুকুরে
সাঁতার কেটে পাড়ে এসে দাড়ালে
কবুতরেরা তোমাকে ঘিরে ধ'রে আমার দিকে তাকায়
আমি হারিয়ে যাই, আমার খারাপ লাগে


নীলা তুমি চায়ের কাপে ঠোট লাগাতেই পৃথিবীর সব
গোলাপ ঝরে পড়ে
গোলাপের সুগন্ধিতে মাতাল হয়ে উঠি, পাগল হয়ে যাই
আমি
আমার খারাপ লাগে


নীলা তুমি কালো চশমা পরে নিতম্ব দুলিয়ে হেলে দুলে
ছন্দে ছন্দে ক্যাম্পাসে ওভাবে হাটলে
আমার দু'চোখ ঘোলাটে হয়ে আসে আমি নিথর হয়ে যাই
আমার খারাপ লাগে


নীলা তোমার মায়াবী মুখের মিষ্টি চোখে মাছরাঙ্গার মতো
সূক্ষদৃষ্টিতে ওভাবে তাকালে আমি শেষ হয়ে যাই
আমার মরে যেতে ইচ্ছে করে!