নিম পাতা তিতা ভারী
এতো সবার জানা
তাই ব'লে কি নিম পাতা
খেতে কারো মানা?


চিনি মিশাও নিম পাতায়
মিষ্টি স্বাদের জন্য
নিম পাতা হয়না মিষ্টি
জেনেই পাতা ধন্য।


তিতা কভু হয়না মিষ্টি
তিতা গাছের পাতা
তিতা ঠিকই তিতাই রবে
এটাই জন্মকথা।


ভালোবাসো মানুষ গুলো
মনের দুয়ার খুলে
ভুল ত্রুটি মাফ ক'রে দাও
যাওনা সবই ভুলে।


তবে কিছু মানুষ আছে
যতোই ভালোবাসো
আপন তারা হয়নারে কেউ
জেনেই ভালোবাসো।