ভালোবাসি বলার সবচেয়ে দামী আর শ্রেষ্ঠতম ভাষা
হলো নীরবতা
এরচেয়ে শক্তিশালী প্রকাশ কি হতে পারে মুখের ভাষা?
লাজুকলতার সামনে নীরবে দাঁড়িয়ে যতবেশি কথা বলা যায়
তারচেয়ে ঢেরবেশি কি আর মুখ ফুটে বলা যায়?
নীরবতা কথা ব'লে যায় প্রতি মুহূর্তে প্রতিক্ষণে বারবার
নিরন্তর কথা ব'লে যায় নির্বিকার কথা ব'লে যায় সে
বলে শুধু ভালোবাসি তোমাকে
অনেক বেশি ভালোবাসি তোমাকে আমি
এটাতো মুখ ফুটে ভালোবাসি বলার থেকেও অনেক বেশি দামী


চোখের মাঝে লুকিয়ে থাকে লক্ষ কোটি মুখ
সেই মুখে ব'লে নিক ভালোবাসি ভালোবাসি আর
এভাবেই কুড়িয়ে নিক ভালোবাসি বলার যত সুখ


নীরবতা ঠান্ডা বরফ ভেঙে স্মার্টলি বেরিয়ে আসে আর
স্বাধীনভাবে কথা বলে
সাবলীলভাবে প্রকাশ করে ভালোবাসার নানারূপ ভঙ্গি
কথা বলে নিরবতা শত সহস্রবার
কথা ব'লে যায় নীরবতা নিরন্তর একাকী দূর্নিবার


নীরবতা বারবার বলে-
তুমি সুন্দর কথা বলো
তুমি স্মার্ট মিষ্টভাষিণী
তুমি সুমিষ্ট হাসিনী
তুমি প্রিয়দর্শিনী
তুমি প্রস্ফুটিত গোলাপ
তুমি এক গুচ্ছ রজনীগন্ধার সৌরভ
তুমি পাহাড়ের ঝর্ণার শব্দতরঙ্গ
তুমি সুশীতল জলের ধারা
তুমি অবিরাম শ্রাবনের বৃষ্টি ধারা


ভালোবাসি তোমাকে সরাসরি বলার থেকে-


চোখে চোখ রেখে ভালোবাসি নীরবেই বলা
সেতো প্রেয়সীর পানে দূর্গম গতিতে ছুটে চলা
নীরবতাই অনেক বেশি শক্তিশালী বলা
ভালোবাসি এভাবে নীরবেই ব'লে ফেলা
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি মানে
অসীমের পানে নীরবেই সুদুর পথ চলা