নিকষ কালো অন্ধকার চাইনি আমি এ জীবনে
চেয়েছিলাম একটু আলো চক্ষুদ্বয়ে আর কিছু না এরচেয়ে বেশী
কিছু চাওয়া আর ছিলো না মনে
তবুও আমাকে অন্ধকার প্রকোষ্ঠে সযত্নে রেখেছিলেন তিনি
নতুন পরিবেশে এসে ভীষণ কেঁদেছিলাম ভয় আর আতঙ্কের খেলায়
চারদিকে সবাই আনন্দে উঠেছিল মেতে একেবারে স্পন্দনমুখর পরিবেশে
অন্ধকার প্রকোষ্ঠে নির্দিষ্ট সময় থাকার পরে ঝলমলে আলো
আর চিকচিকে রোদ্দুর দেখলে ভয় করে না বুঝি
আমার ও ঠিক তাই হয়েছিল বৈকি!
আমি একটু আলো চেয়েছিলাম সামান্য একটু আলো
অন্ধকার নয় আর তারপর আর এতো অন্ধকার নয়
কিন্তু আজ আমাকে গভীর অন্ধকারে মিশে যেতে হলো শ্মশান ঘাটে
আমাকে হতে হলো পুড়ে ছাই আর ভষ্ম নিশ্চিহ্ন হলো আমার দেহ
চৌত্রিশ এ উত্তরাধিকারহীন আমাকে উড়ে যেতে হলো ঠিকানাহীন গন্তব্যে
বাতাসের দোলায়
আমি শ্মশানে যেতে চাইনি চেয়েছিলাম থাকতে মায়ের আঁচল ধ'রে
আমি অন্ধকারে মিলিয়ে যেতে চাইনি
চেয়েছিলাম একটু আলো শুধু পথ চলার জন্য
জন্মদাত্রী মা আমার প্রিয় বোন আমার
সদা সর্বদা ভালো থেকো তোমরা
রাত আমি চাইনি চেয়েছিলাম একফোঁটা দিনের আলো
শুধু এ পৃথিবী তে হাটবো বলে আরো দীর্ঘকাল
কিন্তু নিকষ কালো অন্ধকারে ঝাপটে ধরলো আমাকে
কেড়ে নিলো আমাকে নির্দয় নিষ্ঠুরভাবে সুন্দর এ পৃখিবী থেকে