কি অপরাধ না জানিয়ে
পড়লে কেটে তুমি
তোমার জন্য আজকে আমার
বিরান রাজ্য ভূমি।


গাছের নীচে বসে আমরা
করতাম কতো গল্প
আজকে সবি শেষ করেছো
রেখেছো তার অল্প।


গাছের পাখি ডেকে বলে
একলা কেনো কবি?
সে যদি না আসে তবে
তুলবো না আর ছবি।


দোষ ত্রুটি আমার ঘাড়ে
চাপিয়ে দিলে তুমি
কাঁদলো আমার হৃদয় আকাশ
কাঁদলো হৃদয় ভূমি।


চিত্রা নদী কাঁদে আজি
মধুমতীর তীরে
কাঁদে আকাশ কাঁদে পাখি
দুঃখ আমার ঘিরে।


স্বার্থপরের ধোয়া তুলে
গেলে আমায় ছাড়ি
কেমন করে গেলে ভুলে?
এতো তাড়াতাড়ি।


ইচ্ছে করে গ্যাছো সরে
বুঝতে ঠিকই পারি
যাবার আগে দিলে ধোকা
দিলে ছ্যাকা নারী।


আাকাশ বাতাস চন্দ্র সূর্য
সাক্ষী ছিলো সেদিন
বলেছিলে ছাড়বে না হাত
আসলে কভু দূর্দিন।


আজকে তুমি গ্যাছো ছেড়ে
আমার দুটি হাত
হাত ছাড়লেও রইবে সাথে
মনের ধারাপাত।


পায়রা ডাকে বাকবাকুম
ময়ুর পেখম মেলে
সুখ আনন্দে মাতোয়ারা
কবি কোথায় গেলে?


আমার তো নাই পাখির ডানা
কেমনে উড়াল দেবো?
মনের কথা দুঃখের কথা
কার কাছে আজ কবো?


মনের কোনে মেঘ জমেছে
আকাশ গ্যাছে ঢেকে
গুড়ুম গুড়ুম মেঘের গর্জন
কাঁপছে থেকে থেকে।


যাবে তুমি ছেড়ে আমায়
ঠিকই ছিলো মনে
মিথ্যা অজুহাতে কেনো?
থাকলে না আর সনে।


প্রেম কভু নয় সুখের শুধু
দুঃখ ও সেথায় আছে
তবুও এমন আঘাত পেলে
কেমনে প্রেমিক বাঁচে?