অনন্তকাল ধ'রে কষ্টের পাহাড় বয়ে বেড়াচ্ছো তুমি
একাই তুমি আর কেউ পাশে নেই তোমার
ভাঙতে ভাঙতে টুকরো টুকরো হয়ে
ঝর্ণার শব্দের মতো ধীরলয়ে নেমে যাচ্ছে পাথর কণা
মিশে যাচ্ছে নদীর দিকে
মহা সাগরের দিকে প্রবল গতিতে
যেতে যেতে অবশেষে রয়ে গেলো ক্ষুদ্র একখন্ড পাথর
শুধু মাত্র একটুকরো পাথর
রয়ে গেলো শুধু আমারই জন্য
অনেক কথা বলার জন্য
ব'লে গেলো একেবারে শেষ পংক্তিটি
ব'লে গেলো দুঃখময় জীবনের কাহিনী
শুধুই আমার কাছে