রাত গভীর হলে সন্ধ্যা নেমে আসে পাথরের বুকে
শীতের কুয়াশা ভেদ ক'রে
পাথর হয়ে যায় আরও মস্ত বড়ো পাথর
ভিজে গামছায় তেড়ে আসে কিছুটা উষ্ণতা
আস্তে আস্তে নিস্তেজ হ'য়ে পড়ে আঁধারের নীরবতা
আড়মোড়া ভেঙে উঁকি মেরে দেখি নতুন সূর্যের আভা
তাড়া খেয়ে ফিরে যায় নেকড়ের দল
কেঁদে কেঁদে ডুকরে মরে রাজধানীর রাজপথ