মানুষের মতো কবিতার একটা পোশাক আছে
সাংবৎসরিক পোশাক পরে থাকে সে
শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত
সব কালেরই ভিন্ন ভিন্ন পোশাক আছে তার
হরেক রকমের পোশাক আর কি
কিন্তু এতোসব পোশাক আমি চিনে রাখবো কি ক'রে?
এতো ঢাকনা এতো হাড়ি পাতিল মাড়িয়ে কিভাবে
ঢুকবো আমি পোশাক ভেদ ক'রে
পোশাকটা বড়োই জমকালো একেবারে ই জমকালো
ধুপধুপে রঙ্গিন পোশাক একেবারেই কবিতার
ঝলসানো চোখ দিয়ে কি কিছু দেখা যায়?
তাহলে ঢুকবো কি করে পোশাকের ভেতর?
জানবো কি ক'রে হাড় মাংস বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের
নাম
পোশাক আমাকে আটকে দিয়েছে প্রিয় কবিতা আমার
আমি যে আর ঢুকতে পারিনা ভেতরে তোমার
একবার খুলে দাও প্রিয় কবিতা আমার
খুলে দাও একেবারে জমকালো পোশাক তোমার