ছন্দ আমি জানি না গো
ছন্দ মানি না
ছন্দ ছাড়া লিখলে নাকি
কাব্য হয় না ।


ছন্দ ছাড়া লিখবো আমি
ছন্দ ছাড়া গাইবো
ছন্দ ছাড়া চলবো আমি
ছন্দ ছাড়া বাইবো ।


ছন্দের কথা বলবে যারা
ছন্দ করে লিখবে তারা
আমার কাজ না ছন্দ করা
আমি যে এক ছন্দ ছাড়া ।


ছন্দ ছাড়া কবি আমি
সারাজীবন লিখবো জাানি
ছন্দ ছাড়া ছন্দ মানি
ছন্দ ছাড়াই অর্থ আনি ।


ছন্দ ছাড়া কাব্য আমার
হবে কি গো সময় পড়ার ?
অর্থ যদি হয় গো তাহার
দোষ কি তাতে পড়লে সবার ?


সারাজীবন যুদ্ধ শেষে
ছন্দ আমি শিখব না যে
ছন্দ শেখা কঠিণ সে যে
ছন্দ জানে বোঝেন সে যে ।


ছন্দের সাথে দ্বন্দ আনি
লিখবো আমি এটাই জানি
ছন্দ ছাড়া কাব্যখানি
ছন্দহারাই হবে মানি।


গ্রামারের সকল খেলা
খেলবে তারা প্লেয়ার যারা
আমার মতো মূর্খ যারা
খেলবে তারা ছন্দ ছাড়া ।