পহেলা বৈশাখ ১৪২২  
নতুন সুর্য উকি দিয়েছে আকাশে
মুছে যাবে সকল গ্লানি আর জীর্নতা
বিদায় ১৪২১, স্বাগতম ১৪২২


বর্ষ বরনে আনন্দে-উচ্ছ্বাসের বন্যায় ভেসে যাচ্ছে জাতি
বিশ্বকবির 'এসো হে বৈশাখ' এর সুরে জাতি-ধর্ম-বর্ণ-গোত্র
নির্বিশেষে
অসাম্প্রদায়িক চেতনায় জাতিকে করেছে একাট্টা


শুটকী-ভর্তা, পান্তা-ইলিশ, মন্ডা-মিঠাই, আর নাচে-গানে
বরন করবে নব বর্ষকে
রমনার বটমুলে ছায়ানটের প্রভাতি অনুষ্ঠানে

চারুকলার মঙ্গল শোভাযাত্রা
অপরূপ সাঁজে সাঁঁজবে নগরী আজ
কাকডাকা ভোর হ'তে, ক্লান্তিহীন রাত পর্যন্ত, বৈশাখী
উম্মাদনায় হারিয়ে যাবে পুরো বাঙ্গালী জাতি
ঢাকঢোল, সানাই গান আর বাঁশির সুরে মুখর হবে পুরো
দেশ


হাজারো দু:খ, ব্যথা-বেদনাকে ভুলে আনন্দের জোয়ারে
ভাসবে জাতি,পাবে বাঁচবার আশা