আমার যেতে ইচ্ছে করে
নদীটির ঐ পারে
যেথায় নীলা বসত করে
খেজুর পাতার ঘরে ।


নদীর তীরে সন্ধ্যেবেলা
নীলা যখন আসে
হাসেরা সব সদলবলে
নদীর জলে ভাসে ।


শালিক ওড়ে ঘুঘু ওড়ে
পাখি ওড়ে ঐ
ডানা ছাড়া উড়ি আমি
আমার নীলা কই ।