কােথায় গেলো নৌকা আমার
কােথায় গেলো ডােঙ্গা ?
মনের সুখে চড়তাম যাকে
আজ সে দেখি ভাঙ্গা ।


বিলের মধ্যে মাছ ধরতে
বর্শি নিয়ে যেতাম ।
মাছের সাথে শাপলা তুলে
নৌকা ভরে আনতাম ।


হরেক রকম মাছের খেলা
নৌকায় বসে দেখতাম ।
বৈঠা দিয়ে নৌকা বেয়ে
মনের সুখে গাইতাম ।


ছােট্টবেলা নৌকাচড়ি
যেতাম মামাবাড়ী ।
আজকে দেখি চলছে সেথা
নিত্য ঠেলাগাড়ী ।


কােথায় গেলো নৌকা আমার
কােথায় গেলো পানি ।
নেই সে নৌকা নেই সে পানি
স্মৃতির খাতাই টানি ।