কে যাচ্ছো মোর পাশ দিয়ে পথিক দাঁড়াও না একটি বার
মন না চাইলে দাড়িওনা তবু দেখে যাও গৃহ কার।
একটু দাঁড়াও ভাবো না পথিক কলের ঠান্ডা পানি
পানি খাওয়ার ছলে দাঁড়াও না তবু্ও জুড়াও হৃদয় খানি।


আজ তুমি যেথায় দাড়িয়ে পথিক কাল সেথা ছিলাম আমি
আজ সেথা কে আসবে বলো জানে অন্তর্যামী।
দাড়িয়ে তুমি একটিবার দ্যাখো আমারে ঘিরে হায়
কতো আয়োজন কতো সমাপন করেছে স্বজন তায়।


আমার পাশেতে দাড়িয়ে পথিক একবার তুলে হাই
ক্ষণিকের তরে যেওনা চলে একবার বলো না ভাই।
তুমি যদি থাকো একটু দাড়িয়ে হয়তো হবে না কিছু
তবুও দেখবে পথিকবর সবে দাড়িয়ে তোমারই পিছু।


এ যেনো শান্তি কবর দেশেতে গহীন মাটির তলে
শতো পথিকেরে পাবে যে পাশেতে পরম শান্তি বলে।
দাঁড়াও না পথিক থামো না একবার দেখে যাও খুব ধীরে
বনের পাখিরা ব্যস্ততা ফেলে আমারে রয়েছে ঘিরে।


প্রকাশস্থানঃ
বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ ।


প্রকাশকালঃ
সময়ঃ ০৯-১৩মিনিট
তারিখঃ
বাংলা=           ১৪২৭
ইংরেজী=০৯-০২-২১