সেদিন তুমি গেলে চলে
            ফেলে আমায় একা
আজকে আবার নতুন করে
             কিসের তরে দেখা?


ফোনের পরে ফোন করে যাও
            বুঝছো না ক্যান্ তুমি
হারিয়ে গেছি অন্ধকারে
             ফিরবো না আর আমি।


মিষ্টি মিষ্টি কথা বলে
            তোতা পাখির মতো
নিয়েছিলে কেড়ে আমার
             মনটা নিজের মতো।


ধুমকেতুর ঐ ফুলঝুরি তে
               বাঁধলে আমার মন
হঠাৎ করে কেনো আবার
               খুললে সে বাঁধন।


আমার যদি করতো অসুখ
                পাগল হতে তুমি
তোমার কথার ফুলঝুরিতে
               হারিয়ে যেতাম আমি।


হঠাৎ করে একদিন তুমি
               ঐযে হলে হাওয়া
হারিকেন ধরে খুঁজলাম তোমায়
               আর গেলো না পাওয়া।


এতোদিন পর আজকে আবার
               দেখা করতে চাও
ভুলে গেছো অতীত তোমার
               টের কি কিছু পাও?


শোক সাগরে ভাসিয়ে আমায়
                পড়লে কেটে তুমি
কাঁদলাম আমি একলা হয়ে
               কাঁদলো জন্মভূমি।


তোমার সাথে এ জীবনে
              আর হবে না দেখা
নিভে গ্যাছে যে দীপশিখা
              জ্বলবে না আর সখা।


ব্যথা দিয়ে ভেঙ্গেছিলে
              আমার স্বপ্নের ঘর
অকারণে আমায় তুমি
             করলে কেনো পর?