সময় কাল মহাকাল অনন্ত নয়
গোলাপের পাপড়িও ঝরে যায় সময়ের পরিপক্বতায়
তার প্রাণভরা সৌরভও সাময়িক আনন্দে ভরে দেয় চিত্ত
স্রোতস্বিনী নদীর সাথে তাল মিলিয়ে ঐ দূর সমুদ্রের
পানে ছুটে চলে কচুরিপানা
ছুটে যায় মাঝি মাল্লা নিজ নিজ গন্তব্যের পানে
দিনশেষে সব পাখি ফিরে আসে নীড়ে
গোধূলির ছোয়া পেলে পশু ও ফিরে আসে মালিকের ঘরে
এভাবেই কাল মহাকাল পেরিয়ে একদিন সব হয় শেষ
তবুও হে প্রেম ভালোবাসা কভু নাই তব শেষ
হে প্রেম তুমি যে অনন্ত
সুন্দর এ পৃথিবীর জীবন অবসান হলে বুক ভ'রে
একমুঠো প্রেমের শান্তি আর শ্বাস নিয়ে চলে যাও
তুমি মাটির অতল গহ্বরে
সবকিছুর শেষ আছে
শুধু শেষ নেই প্রেম ভালোবাসার যা স্থায়ী হয় শুধু প্রেমিক
প্রেমিকার হৃদয়ে অনন্তকাল ধ'রে!