কে বলেছে নেইরে প্রেম কে বলেছে নেই
সে জানে না প্রেমের সংজ্ঞা হারিয়ে ফেলে খেই।
প্রেম ছাড়া কি বাঁচে কেহ? আছে এমন কেউ?
তবে কেনো প্রেম নদীতে এতো প্রেমের ঢেউ?
প্রেম করলো কতো জনা জীবন দিলো কতো
চারপাশে সব দেখো চেয়ে মরলো শতো শতো।
প্রেমে আছে আনন্দ আর প্রেমে আছে দুখ্
প্রেমের সুধা পান করে তাই সবাই খোঁজে সুখ্।


প্রেম ছাড়া কেউ দুনিয়াতে আছে নাকি বলো?
সুখে আছে প্রেম ছাড়া কেউ কারোর কথা বলো।
গাছপালা আর পশুপাখি তারাও প্রেম করে
তাদের প্রেম বোঝে না কেউ এ পৃথিবীর পরে।
ফুলের সাথে ফুলের প্রেম বোঝে শুধু ফুল
ভ্রমর ছাড়া বোঝে না কেউ করে সবাই ভুল।
নদীর সাথে খালের প্রেম বোঝে স্রোতধারা
সাগর পানে ঝুঁকলে নদী হয়যে পাগল পারা।


কাঠের সাথে মিস্ত্রীর প্রেম দেখছো কভু ভেবে
প্রেম যে তাহার কাঠের সাথে কাঠই বুঝে নেবে।
চেয়ার টেবিল খাট পালঙ্ক বানায় কষ্ট করে
প্রেম ছাড়া যে হয়না কিছু দেখলাম জনম ধরে।
বুড়োর সাথে বুড়ীর প্রেম যায় কি কভু থেমে
হাত ধরে যায় বুড়ো-বুড়ি স্বর্গ  আসে নেমে।
পাখির মতো আকাশ জুড়ে একটু উড়ে দেখো
দেখতে তুমি পাখির প্রেম চোখ খুলে না রাখো।

বাড়ির বিড়াল কুকুর গুলো প্রেমের লাগি তারা
ভাব করে যায় দিবা রাতে প্রেমেই দিশেহারা।
তোমার বাড়ির সাহায্য কারী পুরুষ বেটার মন
হাউস হেল্পের পিছু পিছু ঘোরে সারাক্ষণ।
লাঙ্গল জোয়াল মাটির সাথে কৃষক ভাইয়ের প্রেম
আছে সদা মনে তাহার নাইরে কদা শেম।
মাঝির সাথে নৌকার প্রেম দেখছো নাকি চেয়ে
প্রেমের জোরেই নৌকা নিয়ে দাঁড় বেয়ে যায় ধেয়ে।


মা-বাবা আর ছেলেমেয়ে তাদের ও আছে প্রেম
হয়তো সেটা ভিন্ন মাত্রায় বাঁধা আছে ফ্রেম।
প্রেম ছাড়া এ পৃথিবী তে চলে নারে কেউ
প্রেম নদীতে প্রেমের বাণেই ওঠে শুধু ঢেউ।
প্রেমের কথা কতোই বা আর বলবো এমন করে
প্রেম আছে এ পৃথিবী তে থাকবে জনম ধরে।
প্রেম নেইরে মিথ্যা প্রেম যারা বলে মুখে
তাদের হৃদয়ে নাইরে প্রেম থাকে তারা দুখে।

প্রেমের কথা বুঝতে হলে নারীর কাছে যাও
নারী প্রেমের পাঠশালা ভাই একটু বুঝে নাও।
জোছনা ভালোবাসে নারে এমন মানুষ কই
প্রেমের মাঝে আমরা যেনো প্রেমে ডুবে রই।
প্রেম ছাড়া ভাই দুনিয়াতে আদৌ কিছু হয়না
প্রেমহীনা বৌ স্বামীর সাথে মিষ্টি কথা কয়না।
প্রেম করো তাই বুঝে সবাই প্রেমের দুনিয়ায়
প্রেমের মাঝে সুখ খোঁজো তাই প্রেমের ফোয়ারায়।


বাংলা-১১ চৈত্র ১৪২৮
ইংরেজী-২৫-০৩-২০২২
বাংলো-জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ