সত্যিকারের বন্ধু তোমার রলতে পারো কে?
সততা আর নিষ্ঠার সাথে সঙ্গে থাকবে যে
কল্যাণ ই তার কাম্য শোনো শুধুই তোমার জন্য
করতে পারলে কল্যাণ কিছুই ভাবে নিজেই ধন্য।


হয় যদি তার কোনো ক্ষতি তোমার কারণে
ভাববেনা সে অন্য কিছু ভাববে  কল্যাণে।
জীবন পথে চলার বাঁকে বিপদ কিছু হলে
থাকবে সদা পাশে তোমার জীবন ও তার গেলে ।


ঝড়তুফানে সাইক্লোনে থাকবে তোমার পাশে  
যাবে না সে ফেলে তোমায় ফেলে অবশেষে।
ভাববে না সে নিজের কথা নিজের কিবা হলো
নিজের কথা বাদ দিয়ে সে আনবে চাঁদের আলো ।


এমন বন্ধু পাও যদি গো ভাগ্য তোমার ভালো
ঘুচাবে সে সকল আঁধার ঘরকে ক’রে আলো।  
এমন বন্ধু পাওয়া কিন্তু বড়ো ভাগ্যের ব্যাপার
পেয়ে গেলে এমন বন্ধু জীবন হয় গো সুপার।