হে মোর প্রিয় দেশ প্রিয় জন্মভূমি আমার আমার প্রিয়
বাংলাদেশ বেশী কবি হওয়া কোনো অপরাধ নয়, তবুও


তোমাকে শুধাই, শুধু তোমাকে, কতো হ্রদ, কতো নদী-নালা,
খাল-বিল, পাহাড়-পর্বত, বৃক্ষ,গাছ-পালা, লতা-পাতা,
পশু-পাখী, হিজল শাখায় বসে দোয়েলের নিষ্পলক চেয়ে
থাকা কলমীর গন্ধেভরা বিল, মাছরাঙ্গার মাছ শিকারের
সুচতুর চাহনী,আষ্টেমাখা জেলের জালের গন্ধ, ধানক্ষেতের
তৃণ, কৃষকের লাঙ্গল-জোঁয়াল, ঝড়ে ভেঙ্গে পড়া গাছের ডাল,
প্রকৃতি, কতো কি ই না করেছো দান, তুমি আমাদের,হে প্রিয়
দেশ আমার,গর্বিত আমরা, গর্বিত তোমার কবিরা ,তোমার
প্রাকৃতিক এ সব দানে, তবে কি এসব শুধু আমার প্রিয় দেশ,
আমার প্রিয় জন্মভূমির একার ?


নেই কি আর কোনো দেশের এ সব? এতো আরও আছে
কতো দেশ, কতো মহাদেশের, এ ধরিত্রীর আরো কতো দেশ,
তার নদী, ঝর্ণা, নায়াগ্রা, তাজমহল, কতো কিইতো তো আছে
সে সব দেশে আমার দেশের মতো , বাংলার মতো, ঘুরলাম
কতো আর দেখলাম শতো শতো কতো দেশে কতো মহাদেশে


তবে কেনো আমার প্রিয় দেশ ও প্রিয় প্রতিবেশী
ভারতের কবিদের বাংলার আকাশে সীমাহীন ছুটে চলা
মেঘের কাছে এক ফোঁটা জল চেয়ে কেঁদে ফেরা
ফুলের সুবাসে সুবাসিত হয়ে নির্ঘুম রাত পার করে দেয়া
সামুদ্রিক চিলের মাছ ধরার শ্যেনদৃষ্টি নিয়ে তাকিয়ে থাকা
দূর-দুরান্তরে বাস,ট্রেন,স্টীমারের দূর্গম ছুটে চলা শুধু নীলার
চোখে জল আনা একটি কবিতা মাত্র একটি কবিতা রচনার জন্য
এসব তো প্রায় সব দেশেই আছে


তবে কেনো সে সব দেশে এতো কবি নেই? কেনো বিশ্বের আর
সব দেশে নেই এতো কবি? যতো আছে শুধু মোর বাংলায়
মোর বাংলাদেশে আর প্রিয় প্রতিবেশী দেশ শুধু ভারতে
কি কারণ হতে পারে এর ?
তবে কি প্রকৃতি, প্রেম,বিরহ, ভালোবাসা, যন্ত্রণা, ব্যথা-বেদনা
শুধু আমার প্রিয় দেশ ও প্রতিবেশী ভারতের কবিদের মধ্যেই
আছে এতো বেশী যা নেই আর কোনো দেশের কবিদের মাঝে
কেনো বিশ্বের আর কোনো দেশে এতো বেশী কবি আর নেই ?


কেনো এতো কবি এই বাংলায় এই বাংলাদেশে? প্রশ্ন রেখে
গেলাম বাংলা কবিতা.কমের সম্মানিত কবিকুলের কাছে!