প্রৌঢ়ত্ব আর দুঃখ একবার পেয়ে বসলে
মানবজীবন খুব দ্রুতই ধ্বংসের দিকে ধাবিত হয়
শূন্যতা আর হাহাকার ঘিরে ধরে মনকে ঠিক অক্টোপাসের মতো
শরীরের জীবন্ত জ্বালানী ফুরিয়ে যেতে থাকে অবিরাম গতিতে
সতেজ চামড়ায় ভাজ পড়ে দিগন্ত জুড়ে
দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসে ক্রমশই
লাঠি নির্ভর শরীর আর এগোতে পারে না সম্মুখ পানে
রক্তশূন্যতা ধীরে ধীরে গ্রাস করতে থাকে পুরো শরীরকে
আত্মসমর্পণ করে শরীর তার নিজের কাছে
প্রৌঢ়ত্ব আর দুঃখ
শুকিয়ে নেয় শরীরের তরতাজা রক্ত
নিশ্চল স্থবির হয়ে যায়
এক সময়ের টগবগে যৌবন জীবন
থাকে শুধু শূন্যতা হাহাকার আর নির্বাসন