আমার এখন সময় কাটে দিন কেটে যায়
প্রকোষ্ঠে ঐ ছোট্ট কামরায় আমার ঘরে
রাতের সঙ্গে যুদ্ধ করে প্রভাত আনি
আমার এখন সময় কাটে একলা ঘরে
জীবন্মৃত মানুষ টা আজ একলা খুবই
কেমন ক'রে পাখির মেলা শেষ হলো তা বুঝলাম নারে
আমার এখন সময় কাটে কেমন ক'রে
সঠিকভাবে বুঝি নারে
ঝাঁকে ঝাঁকে পাখির মেলা বসেনা আর আমার ঘরে
পুরানো সব গল্প গুলো গুমরে গুমরে কেঁদে মরে
আমার এখন সময় কাটে একলা ঘরে
দিন চ'লে যায় রাত কেটে যায় এমনি ক'রে
পুরান সব বইয়ের পাতা আমার ঘরে কেঁদে মরে
মলাট গুলো খসে পড়ে পুরানো সব বইয়ের থেকে
এমনি করে
ছোট্ট একটা প্রকোষ্ঠে আজ একলা আমার সময় কাটে
কাচকি মাছ আর কচুর লতি দেয়না উকি আমার ঘরে
সারাজীবন কাটলো আমার কেমন ক'রে বুঝি নারে
একলা আমি যখন তখন ঘুমিয়ে পড়ি
কেউ ডাকে না জলদি ওঠো অফিস যাবে
বন্ধ আমার মুখে দেখি কস্টেপ মারা
চায়ের কাপটায় ময়লা জমে কাঁদছে একা
আলমারি টার বইগুলো সব লালচে যেনো
এখন আমি একলা আছি আমার ঘরে
রিচ ফুড আজ রান্না হলে কেউ দেখেনা উঁকি মেরে
আমায় নিয়ে রুমটা আমার অভিমানে কেঁদে মরে
কেউ রাখেনা খবর আমার এই সন্ধেবেলা
আমি আমার একলা ঘরে একলা থাকি অন্ধকারে
আলোর সাথে ধুপ জ্বলেনা এই অবেলাতে
ক্ষুদ্র একটা প্রকোষ্ঠে আমি এখন একলা থাকি
বেলকনিতে দাঁড়িয়ে একা ছবি আঁকি
কেউ আসে না দেখতে আমার হাল হকীকত
দ্বীপ জ্বলে না আমার ঘরে দেখছো নাকি
আমি এখন আমার ঘরে একলা থাকি
কেউ রাখেনা আমার খবর আগের মতো
কষ্টরা সব সাথী আমার কথা বলে তাদের মতো
আমি এখন একলা থাকি প্রোকোষ্টে আজ অন্ধকারে
একলা থাকি একলা থাকি অন্ধকারে আমার ঘরে
কেউ রাখে না খবর আমার  একেবারে